এসএসসি ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • মহাকাশের কী নেই?
  • মহাকাশে অসংখ্য আলোক বিন্দুকে কী বলে?
  • গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসার, কৃষ্ণবামন, কৃষ্ণগহ্বর প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে-
  • আদি অন্তহীন এ আকাশকে বলে-
  • মহাকাশে রয়েছে অসংখ্য-
  • মহাবিশ্ব কী নিয়ে গঠিত হয়েছে?
  • জ্যোতিষ্ক হলো
  • সৌরজগতের গ্রহম-লীর মধ্যে সংঘর্ষ হচ্ছে না কারণ-
  • সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
  • পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব কত?
  • মহাবিশ্বে অসংখ্য মিটমিট করে আলো দেওয়া জ্যোতিষ্ককে কী বলা হয়?
  • কোন জ্যোতিষ্কের আলো ও উত্তাপ আছে?
  • কোন ধরনের জ্যোতিষ্ককে নক্ষত্র বলা হয়?
  • গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?
  • নীহারিকাসমূহ কোন পদার্থে পূর্ণ?
  • নীহারিকার সমতলে অবস্থান করে-
  • অন্ধকার আকাশে উজ্জ্বল দীপ্ত দীর্ঘপথের মতো যে তারকারাজি দেখা যায় তাকে বলে।
  • বিজ্ঞানীরা কাকে বিরাট চক্রকার মণ্ডল বলে অনুমান করেন?
  • পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব কত আলোকবর্ষ?
  • কোন জ্যোতিষ্কের মহাকর্ষ বল অত্যন্ত বেশি?
  • কৃষ্ণবামনের মহাকর্ষ বল অত্যন্ত বেশি হওয়ার কারণ কী?
  • চন্দ্রকে নক্ষত্র বলা যায় না কেন?
  • পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?
  • প্যাটার্ন বা আকৃতিতে নক্ষত্রদলকে বলা হয়-
  • Orion শব্দের বাংলা অর্থ কী?
  • বৃহৎ কুক্কুরমণ্ডল একটি-
  • মহাকাশে কোটি কোটি নক্ষত্র, ধূলিকণা এবং বিশাল বাষ্পকুণ্ড নিয়ে যে জ্যোতিষ্কমণ্ডলীর দল সৃষ্টি হয়েছে তাকে কী বলে?
  • ধূমকেতুকে ইংরেজিতে কী বলা হয়?
  • ‘কমেট’ কোন শব্দ?
  • কিসের একটি মাথা ও একটি লেজ আছে?
  • মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতকগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিভ্রমণ করে। এদের নিজেদের কোনো আলো ও তাপ নেই। এগুলোকে কী বলে?
  • কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়?
  • মহাকর্ষ বলের প্রভাবে গ্রহগুলো কাকে ঘিরে আবর্তিত হয়?
  • ছায়াপথকে বিজ্ঞানীরা কেমন অনুমান করেন?
  • সৌরজগৎ কিসের অন্তর্ভুক্ত?
  • মহাশূন্যে জড় পি-গুলো মাধ্যাকর্ষণ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে- একে কী বলে?
  • আকাশে উল্কাপিণ্ড প্রজ্বলিত হওয়ার কারণ কী?
  • উল্কাকে ইংরেজিতে কী বলে?
  • রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় নক্ষত্র খসে পড়তে দেখা যায়। এগুলো আসলে কী?
  • যে জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায় তাকে কী বলে?
  • Download our App Bissoy