থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, কারণ--

থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, কারণ-- সঠিক উত্তর অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়

তাপ প্রবাহের ক্ষেত্রে পারদ একটি সুপরিবাহী পদার্থ । ফলে পারদ সহজে তাপ গ্রহণ করে তা সঞ্চালিত করে। পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং অস্বচ্ছ ও উজ্জ্বল বলে র্থামোমিটার কাচ নলের মধ্যে এর উঠা নামা সহজে বাইরে থেকে লক্ষ করা যায় । পারদ কচের নলের গায়ে লেগে থাকে না তাই তাপমাত্রার পরির্তনের সাথে সাথে নলের মধ্যে উঠা নামা করতে পারে। পারদের তাপধারণ ক্ষমতা খুবই কম । এজন্য পারদ থার্মোমিটার দ্বারা যে বস্তুর তাপমাত্রা নির্নয় করা হয় তার খুব কম পরিমাণ তাপই এটি শোষণ করতে পারে । ফলে বস্তুর তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না । এতে করে বস্তুর সঠিক তাপমাত্রা নির্ণয় করা যায় । পারদের স্ফুটনাঙ্ক 357°C এবং গলনঙ্ক - 39°C । এই পরিসরে পারদ তরল থাকে বলে পারদ থার্মোমিটার দিয়ে এর মধ্যবর্তী যেকোনো তাপমাত্রা মাপা যায় । পারদ কম উদায়ীর ফলে এই থার্মোমিটারের মধ্যে যে সামান্য পারদ বাষ্প হয়ে থাকে তা পারদের উঠানামায় কোনো বিঘ্ন ঘটায় না। পারদের প্রসারণ সুষম । তাই পারদের আয়ত্ন বৃদ্ধি সমান হয় । তাই আজো থার্মোমিটারেে পারদের ব্যবহার বিদ্যমান।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ-

থার্মোমিটার এ পারদ ব্যবহার সুবিধাজনক কারণ-