কোন সাহিত্যিক হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেছেন?

কোন সাহিত্যিক হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেছেন? সঠিক উত্তর গুন্টার গ্রাস

গুন্টার গ্রাস হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেছেন। ১৬ অক্টোবর ১৯২৭ গুন্টার গ্রাস পোল্যান্ডের বন্দরনগরী ডানজিগে জন্মগ্রহণ করেন। লেখায় হাত দেওয়ার আগে ভাস্কর ছিলেন গ্রাস। ১৯৪৮ সালে ভর্তি হন ডুসেলডর্ফ একাডেমি অফ আর্টে। ১৯৫৩ থেকে ১৯৫৫ পর্যন্ত পশ্চিম বার্লিনে স্টেট অ্যাকাডেমি অফ ফাইন আর্ট - এ পড়াশোনা করেছেন। ডুসেলডর্ফ আর বার্লিন এই দুই শহরে থাকাকালীন লেখা - লেখি বলতে কবিতায় ছিল তার বিচরণভূমি। ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি বার্লিনে ভাস্কর হিসেবেই কাজ করেছেন। প্যারিসে থাকাকালীন ১৯৫৬ সালে হাত দেন অমর উপন্যাস 'টিন ড্রাম' লেখায়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's