বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তাকে কী বলে?

বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তাকে কী বলে? সঠিক উত্তর ব্যাধিকরণ

সমানাধিকরণ বহুব্রীহি: পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন: সুন্দর হৃদয় যার= সুহৃদ; সুবুদ্ধি যার= সুবুদ্ধি ইত্যাদি। এখানে সুন্দর ও সুবুদ্ধি পূর্বপদ এবং বিশেষ্য। উভয় মিলে এই সমাস গঠিত হয়েছে বলেই একে সমানাধিকরণ সমাস বলা হয়। ব্যতিহার বহুব্রীহি: একই জাতীয় বিশেষ্যপদ পরপর বসে যে একই কাজের একটি অব্যাহত প্রক্রিয়া বুঝালে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি; হাত শব্দের পুনঃ ব্যবহার করে একটি কর্মপ্রক্রিয়াকে উপস্থাপন করা হয়েছে। প্রত্যায়ান্ত বহুব্রীহি: বহুব্রীহি সমাসের পরে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে যে সমাস তৈরি হয়, তাকে প্রত্যায়ান্ত বহুবীহি সমাস বলে। যেমন: এক দিকে চোখ যার=একচোখ+আ=একচোখা। 
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে কোন ধরনের বহুব্রীহি সমাস বলে।

যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে কোন সমাস বলে?

পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে কোন সমাস বলে?

পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ?

যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?

যে সমাসের পূর্বপদ সংখ্যাবচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে-

পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থ প্রাধাণ্য পায় কোন সমাসে?

কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই সমান প্রাধান্য থাকে?

যে বিশেষণ নাম পদ. সর্বনাম পদ এবং বিশেষণ পদের সঙ্গে যুক্ত হয় তাকে বলে-

কোন সমাসের পূর্বপদ উপসর্গ কিংবা অব্যয় যোগে এবং উত্তর পদ বিশেষ্য দ্বারা গঠিত হয়?