ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব কে দেন?

ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব কে দেন? সঠিক উত্তর চার্লস ডি গ্যালে

বিশ্বযুদ্ধ - পরবর্তী সময়ে ফ্রান্সের উপনিবেশগুলিতে সাম্রাজ্যবিরোধী আন্দোলন জেগে ওঠে এবং এর ফলে ফ্রান্স অচিরেই তার বেশির ভাগ উপনিবেশ হারায়। ১৯৫৮ সালে আলজেরিয়ায় ফরাসিবিরোধী আন্দোলন ফ্রান্সকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছিল। এসময় ফরাসি সরকার ২য় বিশ্বযুদ্ধের অন্যতম ফরাসি নেতা শার্ল দ্য গোল (Charles de Gaulle) একনায়কের ক্ষমতা দান করে। দ্য গোল বিশ্ব রাজনীতি অঙ্গনে ফ্রান্সকে অন্যতম প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। সাম্প্রতিককালে ফ্রান্স, জার্মানির সাথে একত্রে মিলে গোটা ইউরোপের অর্থনীতি ও ও রাজনীতির সমন্বয়ে প্রধান ভূমিকা রেখে চলেছে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

নক্রুমা কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন?

নিচেরঅ নুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাওরানা প্লাজা ধসে আহত শামীমকে চিকিৎসার জন্য কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় । ডাক্তার তার অত্যধিক রক্তক্ষরণ দেখে দ্রুত রক্ত দেওয়ার কথা বলে ।শামীমকে বাচানোর তাগিদে উপস্থিত একজন ব্যক্তি তাকে দ্রুত এক ব্যাগ রক্ত দেন। রক্ত নেওয়ার পর অন্যান্য চিকিৎসা শেষে দুই সপ্তাহ পর মোটামুটি সুস্থ হয়ে শামীম বাড়ি ফিরে যায়। মাস ছয়েক পর তার শরীরে চুলকানি ও শুকনা কাশি দেখা দেয়। এসবের পাশাপাশি ঘন ঘন জ্বর, পাতলা পায়খানাও হতে লাগল ।সে ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে কিছু ঔষধ দেন এবং পরিবারকে তার প্রতি সহানুভূতিশীল আচরণ করতে পরামর্শ দেন । শামীম কী রোগে আক্রান্ত হয়েছে?

'যুদ্ধের আয়োজন করে তৈরী হয়ে থাকে মাসি-পিসি' কাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে?

অনুচ্ছেদে উল্লিখিত যুদ্ধের সাথে কোন যুদ্ধের মিল রয়েছে?

উদ্দীপকের যুদ্ধের সাথে উপমহাদেশের কোন যুদ্ধের মিল আছে?

কর্মীদের মতামত নিয়ে যে নেতৃত্ব তা কোন ধরনের নেতৃত্ব?

উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও : স্বাধীনতা ভীষণ আনন্দের। স্বাধীনতা খুব দরকার। উদ্দীপকের স্বাধীনতা শব্দের অর্থ-

নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন?