নিচের উক্তিটি কবি শামসুর রাহমানের কোন কবিতা থেকে নেয়া হয়েছে ? " পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি -প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে , দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে।" সঠিক উত্তর তোমাকে পাওয়ার জন্য , হে স্বাধীনতা

শামসুর রাহমানের প্রথম কাব্য গ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় ১৯৬০ সালে। বন্দী শিবির থেকে (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন। তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে কাব্যগ্রন্থটি রচনা করেন। এ কাব্যের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ সময়ে রচিত। এ কাব্যটি ১৯৭১ সালের শহিদদের প্রতি উৎসর্গ করা হয়। এ গ্রন্থে ৩৮ টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ’স্বাধীনতা তুমি’।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও : “নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায়তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। উক্ত উদ্দীপকে যা প্রকাশ পেয়েছে তা হলো-

ভালোবাসা দিলে মা মরে যায়" উক্তিটি কোন কবিতা থেকে নেয়া হয়েছে?

জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি-স্বাক্ষরের প্রয়োজন ?

শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকা প্রকাশিত হয়?