মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দেয়া হয় কত তারিখ?

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দেয়া হয় কত তারিখ? সঠিক উত্তর ২১ মার্চ ২০২২

শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর পায়রা উড়িয়ে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে বিশ্বের ১৩তম দেশ হিসেবে 'সুপার ক্রিটিক্যাল ক্লাবে' প্রবেশ করল বাংলাদেশ।সোমবার (২১ মার্চ) ২০২২ সালে, বেলা ১২টায় পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রটি উদ্বোধন করে সরকারপ্রধান বলেন, আলোর পথের এ যাত্রা আর কেউ থামাতে পারবে না।করোনার বাধায় টানা দুই বছর পর গণভবনের বাইরে সশরীরে কোনো প্রকল্পে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়াবাসী বর্ণিল ২০০ নৌকায় স্বাগত জানান বঙ্গবন্ধু কন্যাকে৷পরে, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মূল পাওয়ার ব্লক এলাকা, যন্ত্রাংশসহ পরিদর্শন করেন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। অবেশেষে বেলা ১২টায় সরকার প্রধান শেখ হাসিনার হাতেই চালু হলো, দেশের প্রথম আল্ট্রাসুপার ক্রিটিক্যাল টেকনোলজির সর্বাধুনিক প্ল্যান্ট। উন্মোচিত হয় নামফলক।বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে নির্মিত এই প্ল্যান্টটি সম্পূর্ণ আধুনিক। এতে জ্বালানি হিসেবে আমদানি করা কয়লা পুড়িয়ে, তা থেকে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ৷ আল্ট্রাসুপার ক্রিটিক্যাল টেকনোলজির ফলে, এখানে কম জ্বালানিতে বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এমনকি উৎপাদন ক্ষমতা বেশি হওয়ায়, এখানে ইডনিট প্রতি বিদ্যুতের খরচও কম পড়বে। প্রায় দুই বছর পরীক্ষামূলক উৎপাদনে থাকার পর, ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্টটির প্রথম ফেইজ এখন পুরোদমে চালু হলো।এই ঐতিহাসিক অনুষ্ঠানে, বিদ্যুৎ খাতে দেশের সক্ষমতার পথপরিক্রমা তুলে ধরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বজনহারা শোকই তার কর্মস্পৃহার মূল শক্তি।প্রধানমন্ত্রী বলেন, হারিয়েছি আমার আপনজন। আমার পরিবার, ফিরে পেয়েছি বাংলার জনগণকে, বাংলার মানুষকে। আর আওয়ামী লীগের নেতাকর্মী যারা সবসময় আমার পাশে ছিল আমাকে এগিয়ে চলার সাহস দেখিয়েছেন।সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ওয়াদা পূরণ করেছে আওয়ামী লীগ সরকার এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, প্রতিটি মানুষ আলোকিত হবে। আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি। আলোর পথে যে যাত্রা সফল হয়েছে, আজকে সে দিন।আগামীতে এমন উচ্চ প্রযুক্তির ব্যবহার বাঙালিরা নিজেরাই করবে, এমন প্রত্যয়ও ছিল জাতির পিতার কন্যার কণ্ঠে। অনুষ্ঠানস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে বসে উপভোগ করেন সরকার প্রধান শেখ হাসিনা। 
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে?

সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে?