'লোকটি যদিও ধনী, তবুও সে কৃপন' কোন ধরনের বাক্য? সঠিক উত্তর জটিল

জটিল বা মিশ্র বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায় হল অর্থ প্রকাশের জন্য পরস্পরের উপর নির্ভর করে, আবার যদি - তবু, অথচ - তথাপি - এ রকম কিছু শব্দ থাকে তখন তাকে জটিল বাক্য বলা যেতে পারে। উদাহরণঃ ১। যত পড়বে তত শিখবে । ২। যদি সে আসে তবে আমি যাব।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

‘যদিও লোকটি ধনী, তবুও সে কৃপণ’ এটি কোন বাক্যের উদাহরণ? ছ

‘যদিও তাঁর টাকা আছে, তবুও তিনি দান করেন না।’-এটি কোন বাক্যের উদাহরণ?

“যদিও তার বয়স বেড়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি”- বাক্যটি কোন ধরনের বাক্য?