নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ? সঠিক উত্তর বায়োগ্যাস

জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস । বায়োগ্যাস হলো পচনশীল জৈববস্তুসমূহ হতে তৈরি গ্যাস। সব প্রাণীরই মল হতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এ গ্যাস তৈরি করা যায়। পশুর গোবর ও অন্যান্য পচনশীল পদার্থ বাতাসের অনুপস্থিতিতে পঁচানোর ফলে যে গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস। তবে গৃহপালিত বা বাণিজ্যিকভাবে পালিত পশুপাখি এবং মানব মল সহজলভ্য বলে এগুলোই বেশি ব্যবহার করা হয়। এজাতীয় গ্যাসে অধিকাংশ পরিমাণই থাকে মিথেন গ্যাস। বায়োগ্যাস উৎপাদনের পর অবশিষ্ট আবর্জনাটুকু উত্তম জৈব সার হিসেবে বেশ কার্যকরী ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে ?

জীবাশ্ম জ্বালানি কোনটি?

ভেজা জ্বালানি ছাড়া ধোঁয়া হয় না— এখানে ভেজা জ্বালানি হলো ধোঁয়ার-

কোনটি জীবাশ্ম ইন্ধন নয়?

কোনটি জীবন্ত জীবাশ্ম নয়?