কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক উত্তর ভিটামিন ‘’কে’’

ভিটামিন ‘’কে’’ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে কাঠামোগতভাবে অনুরূপ, চর্বিযুক্ত দ্রবণীয় ভিটামিন যা খাবারে পাওয়া যার আর খাদ্যতালিকার পরিপূরকগুলিতে পাওয়া যায়। মানবদেহে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিনগুলির সম্পূর্ণ সংশ্লেষণের জন্য ভিটামিন কে প্রয়োজন হয় ( কোগুলেশন থেকে কে, "" জমাট "এর জন্য জার্মান) বা হাড় এবং অন্যান্য টিস্যুতে ক্যালসিয়ামের বাঁধাই নিয়ন্ত্রণের জন্য।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোন ভিটামিন রক্ত জমাট বাধতে সাহায্য করে।

দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?

রক্ত জমাট বাঁধতে সাহায্য করে-

রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

মানবদেহে রক্ত জমাট বাঁধতে বাধা প্রদানে ভূমিকা পালন করে -

রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটি ?