কোন গ্রহের আকাশে বছরে ২ বার সূর্য ওঠে ও ২ বার সূর্য অস্ত যায়? সঠিক উত্তর শুক্র

পৃথিবী নিজ অক্ষের উপর ২৪ ঘন্টায় একবার আবর্তন করে। কিন্তু শুক্র গ্রহ ২৪৩ দিনে নিজ অক্ষের উপর একবার আবর্তন করে। সেখানে দিবা - রাত্রির এক একটি চক্র শেষ হতে প্রায় ১১৭ দিন লাগে(পৃথিবীর হিসেবে)। আবার শুক্র গ্রহ সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে লাগে ২২৫ দিন, যেখানে শুক্র নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে ২৪৩ দিন। কিরকম অদ্ভুত!আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু শুক্র গ্রহের একবছর তো একদিনের চেয়েও ছোটো। শুক্র গ্রহের আরো একটা ব্যাপার হলো তা পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়। অর্থাৎ, শুক্র গ্রহে সূর্য উদিত হয় পশ্চিম আকাশে আর অস্ত যায় পূর্ব আকাশে। শুক্র গ্রহ সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগছে ২২৫ দিন। তাহলে একটি দিন আর একটি রাত্রি পার করলেই হয়ে যাবে একবছর। আমাদের পৃথিবীর হিসেবে মানে আমাদের একবছরে শুক্র গ্রহে শুধু সূর্য উদিত হবে দুইবার এবং অস্ত ও যাবে দুইবার।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

হয় আকাশে আজ মেঘ আছে অথবা আকাশে রোদ উঠেছে। আকাশে আজ মেঘ নেই । অতএব আকাশে রোধ উঠেছে- এই ন্যায় অনুমানটির নাম কী?

কোন গ্রহের আকাশে বছরে দুই বার সূর্য উদিত হয়?