নিচেরে কোনটি তালব্য বর্ণ ?

নিচেরে কোনটি তালব্য বর্ণ ? সঠিক উত্তর শ, ভ, ঝ, ধ এর কোনটিই নয়।

চ তালব্য বর্ণ । জিহ্বার মাঝের অংশটি তালুটি স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে তালব্য ব্যঞ্জনধ্বনি বলা হয়। বিশুদ্ধ তালব্য ব্যঞ্জনধ্বনি বিশ্বের ভাষায় ব্যবহার খুবই কম, অথচ অর্ধ - তালব্য ব্যঞ্জনধ্বনি (পশ্চাদ্‌দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি ও তালব্যীভূত জিহ্বামূলীয় ব্যঞ্জনধ্বনি) সর্বব্যাপী। তালব্য বর্ণ গুলো হলো: চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য়। উচ্চারণস্থান অনুযায়ী এ বর্ণসমূহকে তালব্য বর্ণ বলে। অর্থাৎ, যেসব ধ্বনির উচ্চারণস্থান তালু তাদেরকে তালব্য ধ্বনি বলে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোনটি তালব্য বর্ণ ?

কোনটি তালব্য বর্ণ?

তালব্য বর্ণ কোনটি?

নিচের কোনগুলো তালব্য বর্ণ?

তালব্য বর্ণ কোন গুলো?