'একাত্তরের দিনগুলি' কী জাতীয় গ্রস্থ?

'একাত্তরের দিনগুলি' কী জাতীয় গ্রস্থ? সঠিক উত্তর স্মৃতিকথা

একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে, এরপর আরো অনেকবার এটি পুনঃমুদ্রিত হয়। বইটি ব্যক্তিগত দিনলিপি আকারে লেখা, যার শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং সমাপ্তি সেই বছরের ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এতে উঠে এসেছে। বইটিতে তার সন্তান শফি ইমাম রুমী অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা দেয় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

”একাত্তরের দিনগুলি” গ্রন্থের রচয়িতা কে?

‘একাত্তরের দিনগুলি‘ গ্রন্থ রচনা করেছেন -

মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা' একাত্তরের দিনগুলি ' এর রচয়িতা কে?

মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা’ একাত্তরের দিনগুলি’ এর রচয়িতা কে?

মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি' কে রচনা করেছেন?

‘একাত্তরের দিনগুলি' লিখেছেন-

‘ একাত্তরের দিনগুলি’ কে লিখেছেন?

‘একাত্তরের দিনগুলি’ কী ধরনের রচনা?

‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

`একাত্তরের দিনগুলি' নামের বইয়ের লেখক-