শব্দগত অর্থে নাগরিক বলতে বোঝায়---

শব্দগত অর্থে নাগরিক বলতে বোঝায়--- সঠিক উত্তর নগরের অধিবাসী

সাধারণ কথায়, যারা নগরে বসবাস করেন তাদেরকে নাগরিক বলা হয়। কিন্তু বর্তমান সময়ে নাগরিকের ধারণাটি অনেক ব্যাপকতা লাভ করেছে। নাগরিক এখন শুধু নগরের বাসিন্দারাই নন। যারা একটি রাষ্ট্রে বাস করেন তারা সবাই সে দেশের নাগরিক। প্রাচীনকালে রাষ্ট্রগুলো নগরকেন্দ্রিক হওয়ায় নগরের বাসিন্দাদেরকেই শুধু নাগরিক বলে গণ্য করা হত। বর্তমানে নাগরিক হলেন নির্দিষ্ট ভূখন্ডের প্রতি আনুর্গত্য প্রদর্শকারী ব্যক্তি যিনি তার উপর আরোপিত দায়িত্ব ও কর্তব্য পালন করেন এবং ন্যায্য সুযোগ - সুবিধা ভোগ করেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

উৎপত্তিগত অর্থে জাতি ও জাতীয়তা বলতে বোঝায়-

সীমিত অর্থে শাসন বিভাগ বলতে বোঝায়-

সাধারণ অর্থে স্বাধীনতা বলতে কোনটিতে বোঝায়?

সাধারণ অর্থে বাজার বলতে কী বোঝায়?

সংস্কৃতি বলতে প্রকৃত অর্থে কী বোঝায়?