বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এম ব্যাকরণিক উপদান কোনটি?

বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এম ব্যাকরণিক উপদান কোনটি? সঠিক উত্তর অনুসর্গ

বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলে। জন্য, দ্বারা, দিয়ে, কর্তৃক, হতে, থেকে, চেয়ে ইত্যাদি 'অব্যয় পদগুলো অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় এবং বিভক্তি হিসেবেও ব্যবহৃত হয়। তাই বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান "অনুসর্গ”। যেমন: অনুসর্গ: ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়। বিভক্তি: ঋণ থেকে মুক্ত বনমুক্ত।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

আফটার সেভ লোশনের মূল উপদান কোনটি?

কোন জাতীয় খাদ্য উপদান থেকে জীব শক্তি পায়?

বায়ো গ্যাসের কোন উপদান জালানির কাজে লাগে?

ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?

’হানাদার বাহিনী পুড়িয়ে দেওয়ার ফলে শূন্য বাড়িটা খাঁ খাঁ করছে-খাঁ খাঁ এর ব্যাকরণিক অভিধা কোনটি?

’ছোটটি কোথায়”? বাক্যে ছোট শব্দের শেষে ‘টি এর ব্যাকরণিক পরিচয় কী?

’শরীরের প্রতি লক্ষ রেখ।’-এ বাক্যে ‘প্রতি’-র ব্যাকরণিক পরিচয় কী?