যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে--

যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে-- সঠিক উত্তর ভাব বিশেষণ

নাম বিশেষণঃ যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। নাম বিশেষণের প্রকারভেদঃ ক) রূপবাচকঃ নীল আকাশ, সবুজ মাঠ, কাল মেঘ। খ) গুণবাচকঃ চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া। গ) অবস্থাবাচকঃ তাজা মাছ, রোগা ছেলে, খোড়া পা । ঘ) সংখ্যাবাচকঃ হাজার লোক, দশ দশা, শ টাকা। ঙ) ক্রমবাচকঃ দশম শ্রেণী, সতর পৃষ্ঠা, প্রথমা কন্যা। চ) পরিমাণবাচকঃ বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা। ছ) অংশবাচকঃ অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ। জ) উপাদানবাচকঃ বেলে মাটি, মেটে কলসী, পাথুরে মুর্তি। ঝ) প্রশ্নবাচকঃ কতদূর পথ ? কেমন অবস্থা? ঞ) নির্দিষ্টতাজ্ঞাপকঃ এই লোক , সেই ছেলে , ছাব্বিশে মার্চ। ভাব বিশেষণঃ যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাই ভাব বিশেষণ। ভাব বিশেষণের প্রকারভেদঃ ক) ক্রিয়া বিশেষণ খ) বিশেষণের বিশেষণ গ) অব্যয়ের বিশেষণ ঘ) বাক্যের বিশেষণ ক্রিয়া বিশেষণঃ যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যথাঃ ক) ক্রিয়া সংঘটনের ভাবঃ ধীরে ধীরে বায়ু বয়। খ) ক্রিয়া সংঘটনের কালঃ পরে একবার এসো। বিশেষণের বিশেষণঃ যে পদ নাম - বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে , তাকে বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ বলে। যথাঃ ক) নাম - বিশেষনের বিশেষণঃ সামান্য একটু দুধ দাও। খ) ক্রিয়া - বিশেষণের বিশেষণঃ রকেট অতি দ্রুত চলে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?

যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলে?

যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে বলে :

যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি পদ বলে ?

যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে কোন সর্বনাম বলে?

যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কী বলে?

বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে কোন ধরনের বিশেষণ?