নিম্নের কোনটি বৃক্ক সম্পর্কে সঠিক নয় ?

নিম্নের কোনটি বৃক্ক সম্পর্কে সঠিক নয় ? সঠিক উত্তর বৃক্কে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়

বৃক্ক এর কাজ :১. রক্ত থেকে প্রোটিন বিপাকের মাধ্যমে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য (ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি) পদার্থ এই বৃক্কের মাধ্যমেই মানবদেহে থেকে অপসারিত হয়, ADH এর প্রভাবে পানির পুনঃশোষণ বেশি হয়।২. নেফ্রন অত্যন্ত একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত মূত্র উৎপাদন করতে থাকে।৩. এটি রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, সক্রিয় পরিবহন পদ্ধতিতে গ্লুকোজ শোষিত হয়।৪. রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির আয়নিক গঠন বজায় রাখা ও এর পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।৫. মানবদেহে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে উৎপন্ন যে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ তা বৃক্কের কার্যকারীতায় মূত্রের মাধ্যমে  দেহ হতে নির্গত হয়ে যায়।৬.  মানবদেহের বিভিন্ন ধরনের এনজাইম ও হরমোন ক্ষরনেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।৭. বৃক্ক অসমোরেগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে পানির ভারসাম্য রক্ষা করে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

নিম্নের কোনটি বৃক্ক সম্পর্কে সঠিক নয়?

বৃক্ক চিকিৎসায় ব্যয়বহুল প্রক্রিয়া কোনটি?

অভিকর্ষজ ত্বরণ g সম্পর্কে সঠিক তথ্য নয় কোনটি?

কৃত্রিম বৃক্ক স্থাপনকে বলে-

দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহের কতক্ষণের মধ্যে গ্রহীতার দেহে স্থাপন করতে হয়?

মানবদেহে কয়টি বৃক্ক আছে?

উপসর্গ সম্পর্কে নিচের উপসর্গ শব্দের অর্থ পরিবর্তন করেকোন বাক্যটি সঠিক নয়?

'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?