Share with your friends
Call
বর্তমানে যন্ত্রসভ্যতার এ যুগে লৌহ ও ইস্পাতের ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ। লৌহ ও ইস্পাত শিল্পের চারটি ব্যবহার নিম্নরূপ: ১. যেকোনো ধরনের যন্ত্রপাতি নির্মাণে লৌহ ও ইস্পাতের প্রয়োজন হয়। ২. ঘরবাড়ির জানালা, দরজা, ছাদ ইত্যাদি নির্মাণে লৌহ ও ইস্পাত ব্যবহৃত হয়। ৩. জাহাজ, রেলগাড়ি, মোটরগাড়ি এবং লঞ্চ ইত্যাদি পরিবহন সামগ্রী নির্মাণে লৌহ ও ইস্পাত ব্যবহৃত হয়। ৪. গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র যেমন- থালাবাটি, দা, কুড়াল ইত্যাদি নির্মাণে লৌহ ও ইস্পাত ব্যবহৃত হয়।
Talk Doctor Online in Bissoy App