Share with your friends
Call
ফসল কৃষি বনে একই সাথে একই জমিতে পর্যায়ক্রমিকভাবে বৃক্ষ, খাদ্য ও পশুখাদ্যের চাষাবাদ করা হয়। ফসল কৃষি বনের বৈশিষ্ট্য নিম্নরূপ- i. প্রধান উদ্দেশ্য খাদ্য উৎপাদন করা। ii. স্বল্প খরচে বন সৃষ্টি করা যায়। iii. স্থানভেদে ভিন্ন ভিন্ন গাছ ও আন্তঃফসলের সমন্বয়ে গঠন করা যায়। iv. বসত বনে চাষ করা যায়।
Talk Doctor Online in Bissoy App