Share with your friends
Call
সবুজ ঘাসে ফুল আসার সময় একে রোদে শুকিয়ে পশুর জন্য তৈরিকৃত খাদ্যই হলো ‘হে’ । হে তৈরির সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। হে-এর পাতা ঝরা রোধ করতে হয় কারণ পাতা কা-ের চেয়ে অধিক প্রোটিন সমৃদ্ধ। বৃষ্টির পানিতে ভেজানো যাবে না। জলীয় অংশের পরিমাণ ১৫-২০% এর বেশি হওয়া যাবে না। ‘হে’ তৈরির জন্য ফুল আসার সময় কা- নরম থাকা অবস্থায় ঘাস কাটতে হয়। ঘাসে শিশির থাকা অবস্থায় কাটা যাবে না। শুকানোর সময় পাতা যেন চূর্ণ-বিচূর্ণ না হয় সেদিকে লক্ষ রাখতে হয়।
Talk Doctor Online in Bissoy App