Share with your friends
Call
যদি ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠে থাকা বস্তুসমূহের তাপমাত্রা ০ ডিগ্রি সেন্ট্রিগ্রেডের নিচে হয়, তাহলে বাতাসে থাকা জলীয়বাষ্প আর বৃষ্টি হয়ে নামতে পারে না। তখন বাতাসের জলকণা জমে বরফ হয়ে যায় ও গুঁড়ি গুঁড়ি বরফ কুঁচি হয়ে ভূপৃষ্ঠে পড়তে থাকে । একে তখন তুষারপাত বলে। তুষারপাতে খোলা মাঠের ফসল নষ্ট হয়। আবার, কোনো কোনো ফসলের কুঁড়ি তুষারপাত না হলে বের হয় না। যেমন- আপেল।
Talk Doctor Online in Bissoy App