Share with your friends
Call
বাক্যের প্রতি আবর্তন হয় O বাক্যে। কিন্তু ঙ বাক্যের আবর্তন সম্ভব নয়। তাই বাক্যের প্রতি আবর্তনও সম্ভব নয়। ‘T’ বাক্য একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। আবর্তিত করার ক্ষেত্রে ও বাক্যকে নিয়ম অনুযায়ী প্রথমে প্রতিবর্তন করলে পাওয়া যাবে একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য, অর্থাৎ O বাক্য। কিন্তু আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী ব্যাপ্যতা সংক্রান্ত জটিলতার কারণে O বাক্যকে আবর্তন করা যায় না। এ পরিপ্রেক্ষিতেই I-বাক্যের প্রতি আবর্তন করা সম্ভব হয় না।
Talk Doctor Online in Bissoy App