Share with your friends
Call
হিলফুল ফুজুল রাসূল (সা.) কর্তৃক গঠিত। একটি শান্তি সংঘের নাম, যা তিনি বাল্যকালে গঠন করেছিলেন। প্রতিবছর জিলহজ্জ মাসে আরবে বিখ্যাত কাজ মেলা অনুষ্ঠিত হতো। এ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে কুরাইশ ও কায়েল গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যা ইতিহাসে ‘হরবুল ফুজ্জার’ নামে পরিচিত। রাসূল (সা.) বাল্যকালে এই যুদ্ধ প্রত্যক্ষ করেন। এতে তার কচিমন কেঁদে ওঠে। মানবতার এ অপমান সহ্য করতে না পেরে যুদ্ধ বন্ধের জন্য কনিষ্ঠ পিতৃব্য জুবাইর ও অন্যান্য কয়েকজন উৎসাহী যুবককে নিয়ে তিনি একটি শান্তি কমিটি গঠন করেন। এ শা
Talk Doctor Online in Bissoy App