Share with your friends
Call
‘মিরাজ’ শব্দের অর্থ উর্ব্ধে গমন। ৬২০ খ্রিস্টাব্দের রজব মাসের ২০তারিখ মহানবী (সাঃ) সশরীরে আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং এ সময় তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশনা পান। পবিত্র মসজিদুল আকসা থেকে বোরাক ও রফরফ নামক দ্রুতগতির বাহনে চড়ে মহানবী (সাঃ) মিরাজ সম্পন্ন করেন। ইসলামের ইতিহাসে মিরাজের এ ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ।
Talk Doctor Online in Bissoy App