Share with your friends
Md Jahin

Call
পরস্পর ভিন্ন এবং সুসংজ্ঞায়িত কতগুলো বস্তুর সমষ্টিকে বলা হয় সেট (A set is a collection of well defined and well distinguished object ) । অন্যভাবে বলা যায়, একই, বৈশিষ্টের অধিকারি অথচ ভিন্ন কতগুলো বস্তু বা বিষয়ের সমষ্টিগত নামই হল সেট; যেমন- (ক) অর্থনীতি বিষয়ের সম্মান শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সেট (খ) ইংরেজি বর্নসমূহের সেট (গ) পাট শিল্পের অন্তর্গত ফার্মগুলোর সেট ইত্যাদি । সাধারনত ইংরেজি বড় অক্ষর A, B, C ইত্যাদি দ্বারা সেট প্রকাশ করা হয় । কোন সেটের অন্তভূক্ত উপাদানগুলোকে { } বন্ধনীর ভেতরে লেখা হয় । যেমন- A = {1, 2, 3, 3, 4, 5, 6, 7, 8, 9, 10} এক্ষেত্রে, 1 হতে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট A দ্বারা প্রকাশ করা হয়েছে।
Talk Doctor Online in Bissoy App