Share with your friends
Md Jahin

Call
যে সেটে কোন উপাদান থাকে না, তাকে বলা হয় ফাঁকা সেট, অনেক সময় ফাঁকা সেটকে void set ও বলা হয় । সাধারনত গ্রীক বর্ণ φ (phi) দ্বারা ফাঁকা সেট নির্দেশ করা হয় । যেমন-- φ = { } একটি ফাঁকা সেট । কারণ এই সেটের কোন উপাদান নেই। A = {x/x হল একটি সংখ্যা, 17 < x <24} উল্লেখ্য, B = {0} সেটকে ফাঁকা সেট বলা যাবে না । কারন, B সেটের একটি ‍উপাদান আছে এবং সেই উপাদানটি হল শুন্য (0) । নাল সেটকে সকল সেটের সাবসেট হিসেবে গণ্য করা হয় ।
Talk Doctor Online in Bissoy App