Share with your friends
Md Jahin

Call
{1, 2, 3, 4, 5} একটি সেট এবং B = {2, 4} অপর একটি সেট হয়, তাহলে B সেটকে A সেটের উপসেট বলা হবে । উপসেট নির্দেশ করতে “⊆ ” চিহ্নটি ব্যবহার করা হয় । যেমন-- B ⊆ A, (B সেট হল A সেটের উপসেট) উদাহরন-১ঃ ধরি, A = {a, b, c, d} B = {a, b} C = {c, d} D = {d} এক্ষেত্রে, B, C এবং D হল A সেটের তিনটি ‍উপসেট । সাংকেতিকভাবে লেখা যায়, B ⊆ A , C ⊆ A এবং D ⊆ A । উদাহরন-২ঃ ধরি, A = {x/x হল পৃথিবীতে বসবাসকারী মানুষ} B = {x/x হল সূর্যে বসবাসকারী মানুষ} এবং C = {x/x হল বাংলাদেশে বসবাসকারী মানুষ} এক্ষেত্রে B সেট এবং C সেট A সেটের উপসেট। B সেট হল এমন সব মানুষের সেট যারা সূর্যে বসবাস করে । যেহেতু সূর্যে কোন মানুষ বসবাস করতে পারেনা সেহেতু B সেটটি একটি ফাঁকা সেট । অর্থাৎ, B = φ । যেহেতু ফাঁকা সেট প্রতিটি সেটেরই একটি উপসেট, সেহেতু B ⊆ A । আবার, C সেট হল এমন সব মানুষের সেট যারা বাংলাদেশে বাস করে । সুতরাং, C সেট A সেটের উপসেট। অর্থাৎ, C ⊆ A
Talk Doctor Online in Bissoy App