Share with your friends
Md Jahin

Call
করদাতা নিজে প্রত্যক্ষভাবে/সরাসরি কর প্রদান না করে অন্য কোনো মাধ্যমে সরকারকে কর প্রদান করলে তাকে পরোক্ষ কর বলে । কিংবা সরকার করদাতার নিকট থেকে সরাসরি কর আদায় না করে অন্য কোন মাধ্যমে পরোক্ষভাবে কর আদায় করলে তাকে পরোক্ষ কর বলে। ধরি, কলমের ওপর সরকার ১ (এক) টাকা হারে কর আদায় করে । প্রথমে কলম উৎপাদনকারী সরকারকে করের অর্থ পরিশোধ করে এবং পরবর্তীতে কলমের দামের সাথে যুক্ত করে ক্রেতার নিকট থেকে আদায় করে নেয় । অর্থাৎ এক্ষেত্রে করের অর্থ কলমের ক্রেতার নিকট থেকে পরোক্ষভাবে আদায় করা হল। আজকাল বাংলাদেশের তৈরি অনেক পণ্যের গায়ে কিংবা লেবেলে লক্ষ করা যায় ‘MRP Including VAT' এ কথাটি লেখা থাকে অর্থাৎ করের অর্থসহ এ পণ্যটির খুচরা দাম ধার্য করা হয়েছে। পরোক্ষ করের করাঘাত ও করপাত সাধারণত একই ব্যক্তির ওপর পড়ে না।
Talk Doctor Online in Bissoy App