Share with your friends
Call
গান্ধীজি বলেছেন। কত সালে বোম্বাইতে অদলীয় বৈঠক বসে। ১৯৪১ সালের মার্চ মাসে বোম্বাইতে অলীয় বৈঠক বসে অনলীয় বৈঠক কার উদ্যোগে বলে? অদলীয় বৈঠক তেজ বাহাদুর সাক্ষর উদ্যোগে বসে। এটিকে কি প্রস্তাব বলা হয়। এটিকে সাক প্রস্তাব বলা হয়। আগস্ট প্রস্তাব কত তারিখে পেশ করা হয়? আগস্ট প্রস্তাব ১৯৪০ সালের ৮ আগস্ট পেশ করা হয়। ১০. আগস্ট প্রস্তাব কী? ১৯৪০ সালের ৮ আগস্ট ব্রিটিশ সরকার ভারত সম্পর্কে তাদের নীতি সুস্পষ্টভাবে ঘোষণা করেন, এটি আগস্ট প্রস্তাব। কোন প্রেক্ষাপটে ক্রিপস প্রস্তাব পেশ করা হয়। ভারতের রাজনৈতিক সাংবিধানিক সংকট নিরসনের জন্য কিলন প্রস্তাব পেশ করা হয়। ১২. জীপ প্রস্তাব কার নাম অনুসারে হয়। ব্রিটিশ প্রভাবশালী মন্ত্রী স্যার স্টাফোর্ড ক্রিপস এর নামানুসারে হয়। ১০. ক্রীপ প্রস্তাব ভারতবর্ষে কত তারিখে প্রেরণ করা হয়। ক্রপস্ প্রস্তাব ভারতবর্ষে ১৯৪২ সালের ২৩ মার্চ প্রেরণ করা হয়। ১৪. ক্ৰীপস্ প্রভাব কত তারিখে প্রকাশিত হয়। ক্রীপ প্রস্তাব ১৯৪২ সালের ৩০ মার্চ প্রকাশিত হয়। 'ভারতীয় সমস্যার সমাধানকে যুদ্ধ জয়ের অবিচ্ছেদ্য অংশ বলে কে মন্তব্য করেন। 'ভারতীয় সমস্যার সমাধানকে যুদ্ধ জয়ের অবিচ্ছেদ্য অংশ বলে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট মন্তব্য করেন। ১৬. কাকে উদ্দেশ্য করে এটি লিখেছেন।। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে উদ্দেশ্য করে এটি লিখেছেন। ১৭. ক্রীनস প্রভাবকে অন্য কী নামে অভিহিত করা হয়। কীপন প্রস্তাবকে ব্রিটিশ যুদ্ধ কেবিনেটের প্রস্তাব নামে অভিহিত করা হয়। 1 ১৮. গান্ধীজি জীপস প্রস্তাবকে কী নামে অভিহিত করেন। গান্ধীজি ক্রীপস প্রস্তাবকে একটি মূল্যহীন চেক নামে অভিহিত করেন। ১৯. ব্রিটিশ সরকার কেন জিগকে ভারতবর্ষে প্রেরণ করেন। ব্রিটিশ সরকার ভারতের শাসনতান্ত্রিক অচলাবস্থা নিরসনের জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে বিপকে ভারতবর্ষে প্রেরণ করেন। ২০. কত তারিখে ক্রিপস প্রস্তাবসমূহ সরাসরি প্রত্যাহার করে নেন। ১৯৪২ সালের ১১ এপ্রিল ক্রিপস প্রস্তাবসমূহ সরাসরি প্রত্যাহার করে নেন। ২১. সাংবিধানিক অগ্রগতির দিক থেকে ক্রিপস প্রস্তাবের পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা কী ছিল? সাংবিধানিক অগ্রগতির দিক থেকে ক্রিপস প্রস্তাবের পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মন্ত্রিমিশন পরিকল্পনা। ২২. মন্ত্রিমিশনের উদ্দেশ্য কী ছিল? ছিল ভারতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা ও হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। ২৩. মন্ত্রিমিশন পরিকল্পনা পেশ করা হয় কত তারিখে? মন্ত্রিমিশন পরিকল্পনা পেশ করা হয় ১৯৪৬ সালের ১৬ মে। ২৪. ১৯৪৬ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন কে? ১৯৪৬ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ক্রেমেন্ট অ্যাটলী নিযুক্ত হন। ২৫. ১৯৪৬ সালে ভারত সচিব নিযুক্ত হন কে? ১৯৪৬ সালে ভারত সচিব নিযুক্ত হন প্যাথিক লরেন্স। ২৬. কে ভারত বন্ধু' বলে খ্যাতি লাভ করেন? বিট্রিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলী 'ভারত বন্ধু বলে খ্যাতি লাভ করেন।
Talk Doctor Online in Bissoy App