Share with your friends
Call
ই-বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় বলে শব্দ, অডিও ও অ্যানিমেশন যুক্ত করা যায়। এ ধরনের বই কেবল কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডারে ই বুক পড়া যায়। একটি ই-বুকে কয়েক হাজার বই ধারণ করে রাখা যায়। শিক্ষার্থী যখন খুশি যেখানে এটি পড়তে পারে। বাংলাদেশে এই রকম একটি ই-বুক সাইটের নাম হলো http//www.ebook.gov-bd। এটি বাংলাদেশের ই-বুকের সমাহার। এখানে বিভিন্ন শ্রেণির সকল পাঠ্যপুস্তকের ই-বুক সংস্করণ।
Talk Doctor Online in Bissoy App