Share with your friends
Call
টেন্ডারফুট ব্যাজ টেন্ডারফুট ব্যাজের মোট চারটি রং থাকে যথা সবুজ, হলুদ, লাল ও সাদা। সবুজ আমাদের দেশের জাতীয় পতাকার রং থেকে নেওয়া হয়েছে। এই রং এর অর্থ তারুণ্যের উদ্দীপনা, সজিবতা। এই রং আমাদের চারিপাশে গাছপালার মধ্যে ছড়িয়ে আছে। হলুদ সোনালি আঁশ থেকে নেওয়া হয়েছে। লাল রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে নতুন সূর্যের উদয় হয়েছে এটা তার প্রতীক। চারটি সাদা স্তবক এর অর্থ লর্ড ব্যাডেন পাওয়েলের চারটি মূলনীতি। বুদ্ধি, হাতের কাজ, স্বাস্থ্য ও সেবা। সাদা রঙের অর্থ পবিত্র, নির্মল ও ভ্রাতৃত্বের চি‎হ্ন। গাইডও এই রঙের মতো পবিত্র, নির্মল ও একে অপরের ভগ্নি। ত্রিপত্র তিনটি পাপড়ি হলুদ রঙের অর্থ গাইডের প্রতিজ্ঞার তিনটি অংশ। ডাটা এর অর্থ একতাবদ্ধ কাজ করা। ঢেউ স্নেহ, মায়া, মমতা ও ভালবাসা। এই ব্যাজের উপর অন্য কোনো ব্যাজ লাগানো যাবে না টেন্ডারফুট ব্যাজকে প্রতিজ্ঞা ব্যাজ বলে। টেন্ডারফুট পরীক্ষায় পাস করার পর এবং দীক্ষাপ্রাপ্ত হওয়ার পর ফুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় শুধু এ ব্যাজ পরা যায়। শাড়িতে ব্যাজ লাগাতে অসুবিধা হলে ব্লাউজের কলারের বাম দিকে ব্যাজ লাগানো যায়। আর যদি টাই থাকে তাহলে টাইয়ের মাঝখানে ব্যাজ পরতে হয়।
Talk Doctor Online in Bissoy App