Share with your friends
Call
ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য নিম্নরূপ- ধাতু ১. সাধারণত উজ্জ্বল হয় ২. সাধারণত শক্ত ও ওজনে ভারী হয়। ৩. ধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। ৪. তাপ ও বিদ্যুৎ পরিবাহী। ৫. ঘাতসহ ও নমনীয়। একে পিটিয়ে পাতলা পাতে ও সরু তারে পরিণত করা যায়। অধাতু ১. সাধারণত উজ্জ্বল নয় ২. সাধারণত নরম ও ওজনে তুলনামূলক কম ভারী হয়। ৩. অধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয় না। ৪. তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়। ৫. অধাতুকে পিটিয়ে পাতলা পাতে কিংবা সরু তারে পরিণত করা যায় না।
Talk Doctor Online in Bissoy App