এইচএসসি মনোবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • “বুদ্ধি হলো জগতকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবেলা করার সামর্থ্য”- এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
  • বুদ্ধি কী?
  • বুদ্ধি কোন ধরনের মানসিক ক্ষমতা?
  • বুদ্ধি হলো বিদ্যুতের মতো – এটি পরিমাপ করা সহজ, কিন্তু সংজ্ঞায়ি করা প্রায় অসাধ্য।”
  • বুদ্ধি হলো জগতকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবিলা করার সামর্থ্য।- ডেভিড ওয়েকস্লার কত সালে এ সংজ্ঞাটি প্রদান করেন?
  • ব্যক্তির অর্জিত জ্ঞানের উপযুক্ত ব্যবহারকে কী বলে?
  • বুদ্ধি হলো জ্ঞানার্জনের ক্ষমতা এবং সমস্যা সমাধানে ঐ জ্ঞানকে ব্যবহার করা।” – সংজ্ঞাটি দিয়েছেন কে?
  • মনোবিজ্ঞানী ডোনাল্ড হেব বুদ্ধির জন্মগত প্রকৃতিকে কী বলে উল্লে করেন?
  • মনোবিজ্ঞানী ডোনাল্ড হেব বুদ্ধির পরিবেশগত প্রকৃতিকে কোন ধরনের বুদ্ধি বলে অভিহিত করেন?
  • কোনটিকে বুদ্ধির প্রত্যক্ষ রূপ বলে বিবেচনা করা হয়?
  • বিমূর্ত ও সৃজনশীল চিন্তা করার ক্ষেত্রে প্রধান উপাদান কোনটি?
  • বুদ্ধির সাংগঠনিক মতবাদ প্রদান করেন কে?
  • কোন অভীক্ষাটি সংস্কৃতির প্রভাবমুক্ত নয়?
  • বুদ্ধি অভীক্ষা বিকাশের প্রথম প্রয়াস পরিচালিত হয় কার নেতৃত্বে?
  • স্যার ফ্রান্সিস গ্যাল্টন কত সালে জন্মগ্রহণ করেন?
  • স্যার ফ্রান্সিস্ গ্যাল্টন কোন দেশের অধিবাসী?
  • চার্লস ডারউইনের চাচাতো ভাই কে?
  • স্যার ফ্রানসিস্ গ্যাল্টন কত বছর বয়সে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন শুরু করেন?
  • স্যার ফ্রানসিস্ গ্যাল্টন কোন শাস্ত্রে ডিগ্রিপ্রাপ্ত হন?
  • উত্তর-পশ্চিম আফ্রিকার যেসব এলাকা চার্টে ছিল না তা আবিষ্কার করেন কে?
  • ধর্মপ্রবণ মানুষ বেশিদিন বাঁচে কি-না তা পর্যবেক্ষণ করেন কে?
  • Hereditary Genius প্রকাশ করেন কে?
  • Hereditary Genius কত সালে প্রকাশিত হয়?
  • গ্যাল্টনকে কি হিসেবে গণ্য করা হয়?
  • ১৮৮৪ সালে লন্ডনের এক আন্তর্জাতিক মেলায় অভীক্ষা গবেষণাগার মথাপন করেন কে?
  • এক ব্যক্তির উপলদ্ধি বা বোধ অপর ব্যক্তির থেকে কেমন?
  • কিসের উপর ভিত্তি করে মনোবিজ্ঞানিগণ বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্যকে তুলে ধরার চেষ্টা করেন?
  • প্রতিভাশালী ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
  • অতি উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
  • টারম্যান-বিনে-সিমোঁ ব্যক্তির বুদ্ধ্যঙ্ক অনুযায়ী অতি উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
  • WAIS অনুযায়ী অতি উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
  • উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
  • মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধ্যঙ্ক কত?
  • জড়-ধী সম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
  • ৯৭৭ জন খুব সাধারণ ব্যক্তির কত জন রক্তসম্পর্কীয় আত্মীয়-স্বজন বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত?
  • গ্যাল্টন কতজন বিখ্যাত ব্যক্তির পারিবারিক ইতিহাস পর্যালোচনা করেন?
  • বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্যের উপর বংশগতির প্রভাবের ক্ষেত্রে দুইজন যমজের উপর গবেষণা করেন।
  • নিউম্যান কাদের উপর গবেষণা পরিচালনা করেন?
  • Heredity and environmen are correlative factors – কে বলেন?
  • ছেলেদের গাণিতিক ও কারিগরি বিষয়ে বুদ্ধ মেয়েদের তুলনায় কেমন?
  • Download our App Bissoy