আমি আলী এক্সপ্রেস থেকে কিছু প্রডাক্ট কিনতে চাচ্ছি একটা প্রসেসর,  ২ টা র‍্যাম,  একটা গ্রাফিক্স কার্ড আর একটা মাদারবোর্ড । আমার আনুমানিক ১৩০/৪০ ডলার খরচ হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এর জন্য কি আলাদা কোনো ট্যাক্স দিতে হবে? পন্যগুলোর সব কয়টাই শিপিং ফ্রি। আর আমি যদি এক সাথে না এনে আলাদা আলাদা ভাবে অর্ডার করি সেক্ষেত্রেও কি আমার ট্যাক্স দেওয়া লাগবে? কেউ দয়া করে সাহায্য করুন। ধন্যবাদ। 
শেয়ার করুন বন্ধুর সাথে

জী, আপনাকে কাস্টমস এ ট্যাক্স/ফি দিতে হবে। ৩০ ডলারের বেশি যেকোনো অর্ডারে আইনত ট্যাক্স দিতে হয়, শুধু কিছু ব্যাতিক্রম ক্ষেত্রে দিতে হয় না। 


কিন্তু আপনার সেই ফি কত টাকা হবে টা সম্পূর্ণ নির্ভর করে আপনার কাস্টম অফিসারের ওপর, মানে সেই ব্যাক্তি আপনার জিনিসটি হ্যান্ডেল করবে। সাধারণত এই ফি ৫ থেকে ৩০ ডলার। আপনি এই পারপাসে হাতে ৩০০০৳ রেখে দিন। এতেই হয়ে যাবে।


আপনি যদি প্রথমবার কিছু কিনছেন তাহলে এই ভিডিওটা দেখুন। 

  1. https://www.youtube.com/watch?v=b3Adb_aRglw
  2. https://www.youtube.com/watch?v=Z9DVD_gOq2M
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ