লোকটিবাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৌরনীতি ও সুশাসন অর্থনীতি সমাজকর্ম বইগুলো কোন লেখক এর  সবচাইতে বেস্ট হব।
শেয়ার করুন বন্ধুর সাথে
afiaislam

Call

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য মাহবুবুর রহমান। পৌরনীতির জন্য মো: মোজাম্মেল হক। অর্থনীতির জন্য রণজিত কুমার নাথ সমাজকর্মের জন্য তৌফিক মো: হুমায়ূন কবীর। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার কলেজের শিক্ষকদের পরামর্শ অনুযায়ী বই কিনুন। কোন লেখকের বই কিনলে ভালো হবে তারা এই বিষয়ে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবে। তবে আপনাদের ক্লাসের সবাই মিলে প্রথমে যেকোনো এক লেখকের বই কিনবেন। এর ফলে আপনাদের ক্লাসের পড়া বুঝতে সুবিধা হবে। আর আপনি চাইলে একাধিক লেখকের বইও কিনতে পারেন। তবে সব লেখক বই এক না হলেও মূল বিষয় -বস্তু  কিন্তু এক। তাই একাধিক লেখকের বই না কিনলেও কোন সমস্যা হবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাংলা এবং ইংরেজির জন্য একটাই প্রকাশনী।তাই এটির জন্য আলাদা লেখক অনুযায়ী কেনার প্রয়োজন পড়বে না।আইসিটির জন্য মাহবুবার রহমানের বইটি ভাল হবে।পৌরনীতি ও সুশাসন বইটি মোজ্জাম্মেল হক এর কিনতে পারেন।অর্থনীতির ক্ষেত্রে আপনি মাসুম আলীর বইটি নিতে পারেন।সমাজকর্মের জন্য আবদুর রাজ্জাকের বইটি কিনতে পারেন।এটা শুধুমাত্র একটা সাজেশন।আপনি বই খুলে কয়েকটি কনসেপ্ট পড়বেন।তারপর যে লেখকের কনসেপ্টগুলোর আলোচনা আপনার ভাল লাগবে,তার বই কিনবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ