হ্যাঁ প্রভাব পরতে পারে।থ্যালাসেমিয়া রোগ এবং প্রতিবন্ধি হওয়ার সম্ভবনা থাকে।তবে ১০০ শতাংশ হবে এর কোনো সম্ভবনা নেই।এই রোগ গুলো হওয়ার সম্ভবনা থাকে গবেষণা এটাই বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

না। তবে আপনি উল্লেখ্য করেন নি যে রক্তের গ্রুপ কি। এছাড়াও রক্তের গ্রুপ একই হলেও     সমস্যা হবে না।  বাবা, মায়ের রক্তের গ্রুপ যথাক্রমে উভয়ে + হলে বা উভয়েই - হলেও বাচ্চার কোন সমস্যা হবে না। তারা সুস্থ্য সন্তান জন্মদান দিতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Usersr

Call

স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সমস্যা হতে পারে তবে তা নিশ্চিত করে বলা যায় না। কিন্তু যদি তাদের রক্ত বিপরীত গ্রুপের হয় তাতে সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে।যদি এরকম হয় মায়ের যেকোনো মানের পসিটিভ ( এ+,বি+, এবি+,ও+) আর বাবার পসিটিভ অথবা নেগেটিভ যেকোনো ধরনের হয়ে থাকে তাহলে সন্তানের উপর কোনো ঝুকি নেই ! কিন্তু যদি এরকম হয় মায়ের নেগেটিভ (এ-,বি-,এবি-,ও-) আর বাবার ও নেগেটিভ তাহলেও কোনো ঝুকি নেই । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ