Call

আসলে সবাই চায় কোনো মেয়েকে পছন্দ হলে ভালোবাসলে তারও মন পেতে এই ক্ষেত্রে অনেকেই সফল আবার অনেকেই সফল নয়। মনের সংকোচন দূর করে ভালোবাসার কথা বলে দিন আর যদি বলে থাকেন পাত্তা দেয়নি সেই ক্ষেত্রে খুব কাছের বান্ধবীর সাথে ভালো সম্পর্ক তৈরী করে নিন.বান্ধবী থেকে খোঁজ খবর নিন...তবে হ্যাঁ মেয়েটির ডিসটার্ব জনিত কোনো কাজ করবেন না..... সবসময় স্মার্ট ভাবে চলুন, মেয়েটির সামনে ভালো কিছু করে দেখান যেমন কোনো অসহায়, গরীব কে সাহায্যর মাধ্যমে মেয়েরা এইসব দিকে বেশী ইমোশনাল থাকে। পারলে ফোন নং. জোগাড় করে নিবেন। এতেও যদি কাজ না হয় তাহলে বুঝবেন মেয়েটির অন্যকারো সাথে রিলেশন আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ