Call

ভালো একটি প্রশ্ন করেছেন । এবার আসুন জানা জাক কোন বিষয় নিয়ে পড়লে কোন দিকে যাওয়া যাবে -

আমার মতে ৯ম শ্রেনিতেই আপনার লক্ষ স্থির করুন ভবিষ্যতে আপনি কি হবেন । 

১. সাইন্স( বিজ্ঞান) - ভবিষ্যতে ডাক্তার বা বিজ্ঞানের কোন শাখা নিয়ে গবেষক হতে চাইলে সাইন্স নিয়ে পড়ুন । সাইন্স নিয়ে পড়লে প্রাথমিক পর্যায়ে আপনি বিজ্ঞানের বেসিক ধারনাটা পাবেন যা সারা জীবন কাজে লাগবে । 

২. কমার্স (ব্যাবসা শিক্ষা)- এ শাখায় ব্যবসা রিলেটেড সকল দিক নিয়ে পড়ানো হয় ।আপনি যদি ভবিষ্যতে ব্যবসায়ী বা এই রিলেটেড কোন চাকরি করতে চান তাহলে কমার্সে ভরতি হবেন । এখান থেকে আপনি সকল ব্যবসায়িক নিয়ম কানুন,হিসাব-নিকাশ জানতে পারবেন ।

৩. মানবিক - এ শাখায় ইতিহাস,ভুগোল, সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয়ে নিয়ে পড়ানো হয় ।আপনি ভবিষ্যতে যদি সমাজ বিদ,রাজনিতিবিদ,ইতিহাসবিদ ইত্যাদি হতে চান তাহ্লে এ বিষয় নিয়ে পড়াশুনা করুন ।

সর্বশেষে বলবো আপনার ভবিষ্যতের স্বপ্ন পুরনের জন্য ৯ম শ্রেনিতে বিভাগ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ।তাই বড়দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিন ।

Talk Doctor Online in Bissoy App