শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মা এর আপন মামার মেয়েকে বিয়ে করা যাবে। শুধু পুরুষদের জন্য ১৪ শ্রেণির নারীদের সঙ্গে সঙ্গে বিবাহ নিষিদ্ধ।

পুরুষরা যেসব নারীকে বিয়ে করতে পারবে না এ ব্যাপারে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সুরা নিসার: ২৩ নাম্বার আয়াতে ঘোষণা করেন,

তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সঙ্গে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সঙ্গে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী, দয়ালু। (সূরা: আন নিসা, আয়াত: ২৩)।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ