আমি SSC তে science 4.51 পাই।কিন্তু আমি এখন accountinge লেখাপড়া করছি।আমি কি অনার্সের পাশাপাশি পলিটেকনিকে পড়তে পারব???আার পড়লে কি ভাল হবে।আাপনারা মতামত দিন??
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

যে কোনো একদিকে থাকুন, দুদিকে থাকতে

গেলে অবশেষে একটির প্রভাবে অপরটি এবং

অপরটির প্রভাবে একটির নীতিবাচকতা পড়বে।

ডিপ্লোমা লাইনে এখন না আসাটাই ঠিক হবে, 

ডিপ্লোমা লাইনে স্বপ্ন দেখলে আপনার জীবনে

অতিবাহিত করা অনেক শ্রমই মূল্যহীন হয়ে যাবে।

দুটি একসাথে পড়তে চাইলে পড়তে পারবেন তবে

এতে অর্থ অপচয় হবে প্রচুর। তাছাড়া সরকারি

কলেজে ডিপ্লোমা করতে পারবেন না আপনি চাইলেও।

সুতরাং,  সব মিলিয়ে আমার দৃষ্টিকোণ থেকে ডিপ্লোমা

না করাটাই উচিত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ