আমি ডিএনসি করিয়েছিলাম। ডক্টর আমার মাসিক নিয়মিত হওয়ার জন্য পিল(রোজেন গোল্ড) খেলে বলেছে। আমি খাচ্ছি, মাসিক হওয়ার জন্য ৪টি সাদা ট্যাবলেট থাকে। ২টি খেয়েছি। কিন্তু এখন পর্যন্ত মাসিক হচ্ছে না। এখন করণীয় কী? আর, পিল নিয়মিত খাওয়া অবস্থায় কি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে?


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপু এটা জন্মবিরতীকরন পিল এটা নিয়মিত ভাবে খেতে হয় আর এই পিল খাওয়াকালিন মিন্স আসবে না পিল খাওয়া শেষ হলেই মিন্স আসবে।আর এই পিল নিয়মিতভাবে খাওয়াকালিন মিলনে প্রেগন্যান্সি সম্ভাবনা নাই নাই।তবে অবশ্যই নিয়মিতভাবে খেতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ