এক বন্ধু এক মেয়েকে হৃদয় দিয়ে ভালোবাসে,পারিবেশিক কারনে তাদের দেখা ও কথাবার্তা হয়না**
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার বন্ধ আবেগ এর বসে এমন টা করে থাকে। ভয় কেন লাগে....!?? যদি ভালোবাসা টা সত্যি হয় তাহলে হারাবে না। এমন টা করতে বারণ করুন উনাকে। পারিবারিক সমস্যা দূর হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্ত এখন কেঁদে কেঁদে কষ্ট পাওয়ার কোন মানেই হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার বন্ধু একটা মেয়েকে খুব ভালোবাসে একটা ভালো কথা! কিন্তু আপনি কী জানেন ঐ মেয়েটি আপনার বন্ধুকে ভালোবাসে কিনা! ঐ মেয়েটি যদি আপনার বন্ধুকে ভালোবাসে তাহলে হারানো ভয় নেই!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
হারানোর ভয় করে তখন যখন মনে হয় যে কোনো কারণে কিংবা কারো জন্য তাকে হারাবে।ছেলেটি খুব ভালোবাসে হতে পারে মেয়েটিও বাসে।কিন্তু তাতেই একজন্য অন্যজন কে পাবে না।কারণ তাদের বাবা মা তারা অভিভাবক তারা যদি ছেলেটি কে পছন্দ না করে তাহলে তো সে মেয়েটিকে পাবেনা।তাই হারানোর ভয় টা কাজ করে।আপনার বন্ধুকে বলবেন, যে এরকম হারানোর ভয় নিয়ে থাকলে হবেনা।এমন কিছু করে দেখাও যাতে তুমি তাকে(মেয়েটিকে) পাও। প্রেম করা হারাম ইসলাম ধর্মে, প্রত্যেক মুসলমানদের কর্তব্য প্রেম করা থেকে বিরত থাকা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ