শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

ঘর তৈরীর কাজে ইট ভেজালে ইটের ভেতর যত ছোট ছোট বাষ্প কণা থাকে তাতে পানি পৌঁছায়, যখন সিমেন্ট দেওয়া হয় তখন ভালোভাবে সিমেন্ট ইটকে আঁকড়ে ধরে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইটের গুণাগুন পরীক্ষা করতে ইট পানিতে ভেজানো হয় । যে ইটে বেশি পানি শোষণ হয় তার মান হয় খারাপ এবং তা ব্যবহার করলে অনেক সমস্যায় পরতে হয়। 


তাছাড়া আরো দুটি কারণ হল - 

  • ইট গাঁথার আগে আমাদের ইট ভেজাতে হতে তানাহলে তা সিমেন্ট মর্টার থেকে পানি  শোষণ করে নিবে এবং দেওয়াল যথাযথ হবেনা। তাই আগে থেকেই ইট ভিজিয়ে নিতে হয় যাতে সিমেন্ট মর্টার দুর্বল না হয়ে যায় ।  কাজের আগে ইট পানিতে ভিজিয়ে রাখা হয় যে কারণে এটি মর্টার থেকে পানি শোষণ করতে না পারে । তার পরিবর্তে দেয়ালের সিমেন্ট মর্টার আরও শক্তিশালী হয় ।
  • ইট যদি বেশি পরিমাণে  ( ইটের ওজনের 15% এর বেশি ) পানি শোষণ করে তবে তা ইটের দেয়ালের গায়ে সাদা স্ফটিক লবণের জমাট বাধাতে পারে।
  • ব্যবহারের আগে ইট পানিতে যদি ভালভাবে ভেজাই তাহলে তা থেকে দ্রবণীয় লবণ বের করতে সাহায্য করে এবং ইটের দেয়ালের গায়ে সাদা স্ফটিক লবণের জমাট বাধানোর এর প্রভাবকে হ্রাস করে ।

অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ