শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। না স্বাস্থ্য হানি হবে না।তবে শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট হবে। তবে অনেকেই আছে কম্বলে একটু ফাকা রেখে কম্বলের নিচে থাকে ।  আপনি লেপ/কম্বল গায়ে দেওয়ার সময়  অবশ্যই কম্বলে একটু ফাঁকা রাখবেন, যদি কম্বলের কোন ফঁাকা না রাখেন তাহলে কম্বলের ভিতর দিয়ে অক্সিজেন চলাচল করতে না পারে সেক্ষেত্রে আপনার শ্বাসপ্রশ্বাস নিতে কষ্টহবে, ফলে ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করলেও ছটফট করতে থাকবেন।  আপনি লেপের নিচে পাতলা কম্বল নিবেন, লেপ ঘার পর্যন্ত রাখবেন ও নিচের কম্বল দাড়া পূর মাথা ভিতরে নিবেন এতে পাতলা কম্বলে অক্সিজেন চলাচল এর অসুবিধা হবে না যা শ্বাস নেওয়ার সাথেই অক্সিজেন ভিতরে আসবে। তাহলেই শ্বাসপ্রশ্বাস এর কোন সমস্যা হবে না।আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ