বয়স ২০.৪ বছরের মত হস্তমৈথুন করেছি।এখন লিংগ নিস্তেজ থাকে,উত্তেজনা অনেক কমে গেছে।আর স্থায়িত্ব কয়েক সেকেন্ড।আবার মেহ রোগে ভুগছি।ভালো মতো প্রশাব হয়না,প্রশাব হওয়ার সময় শেষের দিকে আটকে যাই।আবার ধাতুক্ষয়ও হয়।।এখন যদি আমি হস্তমৈথুন বাদ দেই আর চিকিৎসা গ্রহন করি তবে কি আগের মত যৌবন পাবো??

আর ভালো হতে কত সময়ের প্রয়োজন?


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য, হ্যা ভাল হবেন তবে আপনাকে হস্তমৈথুন বাধ দিতে হবে, পর্নোগ্রাফি থেকে এড়িয়ে চলতে হবে, | আপনার উক্ত সমস্যার জন্য অবশ্যই একজন হোমিও ডাক্টার দেখান | পাশাপাশি পুষ্টিকর খারার খাবেন | আপনার এই সমস্যা থেকে কবে সুস্ত্থ হবেন তা বলা সম্ভব না | সুতারাংং আপনি হস্তমৈথুন থেকে বিরত থাকুন আসা করি সুস্থ হবেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার এই সমস্যা থেকে খুব সহজে মুক্তি লাভ করতে পারেন আবার দীর্ঘ দিন এই সমস্যা ভোগ ও করতে পারেন। কারণ আপনি চাইলেই আপনার রোগ নিয়ন্ত্রণ করতে পারবেন আবার তা নিয়ন্ত্রণ এর বাহিরে নিয়া যাইতে পারেন। এক কথায় বলা যায় আপনার ইচ্ছা শক্তি ই আপনাকে সুস্থতা এনে দিতে পারে। আপনার এই সমস্যা থেকে মুক্তি এর উপায়

 ১. দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসা গ্রহণ করা। কমপক্ষে 7 মাস। 

২. ব্লু ফ্লিম/ ১৮+ মুভি / পর্ন দেখা বন্ধ করতে হবে 

৩. হস্তমৈথুন পরিহার করতে হবে। 

৪. একা থাকা পরিহার করতে হবে। 

৫. হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে। এলোপ্যাথি নিতে পারেন কিন্তু হোমিওপ্যাথি এই খানে বেশী উপকারী।

 ৬.পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। 

৭. কাচা ছোলা, বাদাম, কিসমিস, মধু, কালোজিরা নিয়ম মত এবং সঠিক পরিমানে নিয়মিত খাইতে হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ