শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত ঘন ঘন সেভ করলে দাড়ি উঠবে ,এই ধারনা ঠিক নয়।দাড়ি বা মোচ/মুচ  উঠা এগুলো সবই নির্ভর করে জাতি বা বংশগতির ধারার উপর নির্ভর করে আবার খাবারের মাধ্যমে দাড়ি /মোচ এদের স্নায়ু এবং ত্বক শক্তিশালী  এবং মজবুত করা যায় ।তবে  বিজ্ঞানীরা মনে করেন হরমোনের কারনে এমনটি হয়ে থাকে।তাই চাইলে আপনি ভালো এবং পুষ্টিকর খাবার খেয়ে দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দাড়ি গজানো নির্ভর করে হরমোনের উপর তবে শেভ করলে দাড়ি দ্রুত মোটা হয়।এতে দাড়ি বেশি মনে হতে পারে।এছাড়া দাড়ি গজানোর কোন শর্টকাট স্বীকৃত উপায় নেই

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না সেভ করার ফলে দাড়ি বাড়ে না।তবে দাড়ি চিকন অবস্থা থেকে মোটা হয়।আর দাড়ি সেভ করাটাই হারাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাধারণত ঘন ঘন সেভ করলে দাড়ি উঠবে ,এই ধারনা ঠিক নয়।দাড়ি বা মোচ/মুচ  উঠা এগুলো সবই নির্ভর করে জাতি বা বংশগতির ধারার উপর নির্ভর করে আবার খাবারের মাধ্যমে দাড়ি /মোচ এদের স্নায়ু এবং ত্বক শক্তিশালী  এবং মজবুত করা যায় ।তবে  বিজ্ঞানীরা মনে করেন হরমোনের কারনে এমনটি হয়ে থাকে।তাই চাইলে আপনি ভালো এবং পুষ্টিকর খাবার খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ঘন ঘন শেভ করলে দাড়ি উঠবে এই কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেয়।দাড়ি উঠাটা সম্পূর্ন জেনেটিক্সের উপর নির্ভর করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ