আত্মহত্যা মহাপাপ, কাজেই আত্মহত্যা করা যাবে না।

আইন যেমন নিজের হাতে তুলে নেয়া যায় না তেমনিও আল্লাহ আপনার মৃত্যু যেভাবে লিখেছেন সেভাবেই হতে দিন। আত্মহত্যাকারী-রা জান্নাতের গন্ধও পাবে না। আজীবন জাহান্নামের আগুনে পুড়তে থাকবে এবং সেভাবে সুইসাইড করেছে ওভাবেই বার বার নিজেকে মারতে থাকবে ও কষ্ট দিতে থাকবে। কাজেই, আত্মহত্যা করা যাবে না, এর মতো জঘন্য কাজ আর হয় না।


নিজের জীবন নিয়ে হতাশাগ্রস্ত হবেন না, উপরে আল্লাহ আছেন তার উপর ভরসা রাখেন। জীবনকে হতাশার মধ্যে একপ্রকার পরীক্ষা ভেবে এগিয়ে যেতে থাকুক, সফলতা আপনার দ্বারপ্রান্তে, শুধু একটু সবুর করুন। ইন শা আল্লাহ ফলাফল আপনি ভালো পাবেন, যা আশা করেছিলেন তারচেয়েও বেশি।

Talk Doctor Online in Bissoy App