Call
‘তুমি আমাকে যাইতে দিও না, মা’ – উক্তিটি ব্যাখ্যা কর। উত্তর: নিজের চিরচেনা জগৎকে আঁকড়ে ধরে সুভা প্রশ্নোক্ত উক্তিটি করে। বাকপ্রতিবন্ধী সুভাকে বিয়ে দেয়ার জন্য তার পিতা তাকে কোলকাতায় নিয়ে যেতে চায়। কোলকাতায় যাওয়ার আগের দিন সুভা তার চির পরিচিত জগৎ নদীর ধারে এসে লুটিয়ে পড়ে। দুই বাহু প্রসারিত করে সে যেন ধরণীকে আঁকড়ে ধরতে চায়। কারণ সে তার এই চিরচেনা প্রকৃতি ছেড়ে আর অন্য কোথাও যেতে চায় না। সে চায় ধরণীও তাকে যেন জড়িয়ে রাখুক। তাকে যেন যেতে না দেয়। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে সুভার এই মনের ভাবই প্রকাশ পেয়
Talk Doctor Online in Bissoy App