Call
বাহক চেক বা হুকুম চেকের বামকোণে দু’টো সমান্তরাল রেখা এঁকে যে চেক প্রস্তুত করা হয় তাকে দাগকাটা চেক বলে। দু’টো সমান্তরাল রেখার মাঝখানে ‘A/C Payee’, ‘হস্তান্তরযোগ্য’, ‘নির্দিষ্ট অঙ্কের টাকা’ প্রভৃতি শব্দাবলি লেখা থাকে। অন্যান্য যেকোনো চেকের তুলনায় দাগকাটা চেক অধিক নিরাপদ কারণ দাগকাটা চেকের মাধ্যমে প্রাপকের ব্যাংক হিসাব ছাড়া কেউ এর অর্থ আদায় করতে পারে না। এতে ঝুঁকি হ্রাস পায়। তাই দাগকাটা চেক অধিক নিরাপদ।
Talk Doctor Online in Bissoy App