Call
জ্ঞানের যে কোন শাখার বিজ্ঞান হওয়ার নিম্নোক্ত শর্ত রয়েছে : (ক) একটি পর্যবেক্ষণযোগ্য বিষয়বস্তু, (খ) বিষয়বস্তুকে পর্যালোচনা বা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য থাকবে বস্তুনিষ্ঠ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ পদ্ধতি, (গ) আরো থাকতে হবে তত্ত্ব ও নীতি যার দ্বারা গবেষণার জন্য প্রণীত, পূ বানুমানকে (Hypothesis) যাচাই করা যাবে। (ঘ) গবেষণায় প্রাপ্ত ফলাফল সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত হতে হবে এবং (ও) গবেষণায় প্রাপ্ত ফলাফল পুনরাবৃত্তিযোগ্য হতে হবে ইত্যাদি।
Talk Doctor Online in Bissoy App